logo
ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
  1. সর্বশেষ

খাগড়াছড়িতে বন্যপ্রাণী সংরক্ষকের ওপর হামলার অভিযোগ

প্রতিবেদক
সংবাদ সবসময়
১২ এপ্রিল ২০২৩, ২:২০ অপরাহ্ণ

Link Copied!

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ‘পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগের’ প্রতিষ্ঠাতার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার বিকালে বেলছড়ি ইউনিয়নে স্বর্ণাকার টিলায় শিবমন্দির এলাকায় এই ঘটনা ঘটে।

হামলার শিকার মাহফুজ রাসেল ‘পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ’ সংগঠনের প্রতিষ্ঠাতা। এ ঘটনায় তিনি মাটিরাঙা থানায় অভিযোগ করেছেন। বন্যপ্রাণী শিকারের সঙ্গে সম্পৃক্ত একটি সংঘবদ্ধ চক্র তার ওপর হামলা করেছে বলে অভিযোগ করেন রাসেল।

মাহফুজ রাসেল বলেন, “অর্জুনটিলায় এলাকায় অর্ধযুগ ধরে বন ও বন্যপ্রাণী রক্ষায় মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর কাজ করছি। বিশেষ করে শিকার বন্ধে বিভিন্ন কর্মসূচি পালন করেছি।এতে শিকারিদের একটি সংঘবদ্ধ দল আমার উপর ক্ষিপ্ত হয়।সেই কারণে মঙ্গলবার আমার ওপর হামলা হয়েছে।মঙ্গলবার সকালে হামলাকারীরা আমার বাগানের কেয়ারটেকার শরীফ হোসেনকে অপহরণ করে নিয়ে যায়।তাকে উদ্ধার করতে গেলে তার ভাই শাহ আলমের ওপর হামলা হয়।

পরে বিষয়টি নিয়ে সমাধান করার জন্য গেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমিন, আলী হোসেনের উপস্থিতিতে বৈঠক চলাকালীন সময়ে স্থানীয় শিকারি হানিফ, সফিউল আলম, সালামসহ অজ্ঞাত আরও কয়েকজন আমার ওপরে হামলা করে।

“পরে স্থানীয়রা শরীফ ও শাহ আলমসহ আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।”

মাটিরাঙা থানার পরিদর্শক (তদন্ত) আমজাদ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

ঢাকায় ধরা সোনাপাচার-হুন্ডির ‘বস’ চট্টগ্রামের আবু, একদশকে হাজার কোটির মালিক

এবি পার্টিতে যোগদান করলেন বৈষম্য বিরোধী আন্দোলনের দেড়’শ ছাত্রনেতা

সাতকানিয়া কেঁওচিয়ায় ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট ও সুনামগঞ্জের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোঘণা

সাতকানিয়ায় এওচিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা

বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের নব কমিটির সভাপতি রিফন সাধারণ সম্পাদক অমি

আবারও রেড ক্রিসেন্ট ট্রেজারার নির্বাচিত হলেন বিশিষ্ট শিল্পপতি আবদুস সালাম

স্বাধীনতা পদক পেলেন বিশিষ্ট শিল্পপতি আবদুস সালাম

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ টহলদল জ্বালানি কাঠসহ পিকআপ আটক

সাতকানিয়ায় পশ্চিম ঢেমশা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা

কুমিল্লায় ট্রেন লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি, স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল