খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ‘পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগের’ প্রতিষ্ঠাতার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার বিকালে বেলছড়ি ইউনিয়নে স্বর্ণাকার টিলায় শিবমন্দির এলাকায় এই ঘটনা ঘটে।
হামলার শিকার মাহফুজ রাসেল ‘পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ’ সংগঠনের প্রতিষ্ঠাতা। এ ঘটনায় তিনি মাটিরাঙা থানায় অভিযোগ করেছেন। বন্যপ্রাণী শিকারের সঙ্গে সম্পৃক্ত একটি সংঘবদ্ধ চক্র তার ওপর হামলা করেছে বলে অভিযোগ করেন রাসেল।
মাহফুজ রাসেল বলেন, “অর্জুনটিলায় এলাকায় অর্ধযুগ ধরে বন ও বন্যপ্রাণী রক্ষায় মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর কাজ করছি। বিশেষ করে শিকার বন্ধে বিভিন্ন কর্মসূচি পালন করেছি।এতে শিকারিদের একটি সংঘবদ্ধ দল আমার উপর ক্ষিপ্ত হয়।সেই কারণে মঙ্গলবার আমার ওপর হামলা হয়েছে।মঙ্গলবার সকালে হামলাকারীরা আমার বাগানের কেয়ারটেকার শরীফ হোসেনকে অপহরণ করে নিয়ে যায়।তাকে উদ্ধার করতে গেলে তার ভাই শাহ আলমের ওপর হামলা হয়।
পরে বিষয়টি নিয়ে সমাধান করার জন্য গেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমিন, আলী হোসেনের উপস্থিতিতে বৈঠক চলাকালীন সময়ে স্থানীয় শিকারি হানিফ, সফিউল আলম, সালামসহ অজ্ঞাত আরও কয়েকজন আমার ওপরে হামলা করে।
“পরে স্থানীয়রা শরীফ ও শাহ আলমসহ আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।”
মাটিরাঙা থানার পরিদর্শক (তদন্ত) আমজাদ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
হাসান চৌধুরী গ্রুপ অব কোম্পানিজ লিঃ এর একটি প্রতিষ্ঠান