🗓️ বৃহস্পতিবার ● ৩ ডিসেম্বর ২০২০, ১:১৯ পূর্বাহ্ণ ● ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
তারুণ্যের সংগঠন সাতকানিয়া সাংবাদিক ফোরাম এর আত্মপ্রকাশ
সাতকানিয়ার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন “সাতকানিয়া সাংবাদিক ফোরাম” এর কমিটি গঠিত হয়েছে। গত ১ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় সাতকানিয়া উপজেলার কেরানীহাট সিটি সেন্টারে ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
এতে দৈনিক চট্টগ্রাম প্রতিদিন ও দৈনিক সকালের সময়ের সাতকানিয়া প্রতিনিধি সৈয়দ আক্কাস উদ্দীনকে সভাপতি ও বিজয় টিভি সাতকানিয়া-চন্দনাইশ প্রতিনিধি মোঃ নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করেন উপস্থিত সদস্যরা।
সংগঠনের অন্য সদস্যরা হলেন, মোঃ শহীদুল ইসলাম (চাটগাঁর সংবাদ), মো. ইকবাল হোসেন (আমাদের নতুন সময়), মোঃ , মোঃ রমজান আলী (দ্যা বাংলাদেশ টুডে), মোঃ তারেক (দৈনিক বাংলাদেশ কন্ঠ), ইকবাল মুন্না (দৈনিক আজকের চট্টগ্রাম), মোঃ জাহেদুল ইসলাম (প্রবাসীর দিগন্ত), মোঃ মনজুর আলম (দৈনিক বাংলাদেশ সমাচার), মোঃ নুরুল আমিন (দৈনিক গণকন্ঠ), মোঃ জিয়াবুল হক রানা (চ্যানেল এস), মোঃ আবুল কাশেম (সিটিজি ক্রাইম), মোহাম্মদ আলী (দৈনিক হুংকার), মোঃ গিয়াস উদ্দীন (দৈনিক নব অভিযান), রকি দাশ(সংবাদ সবসময়) মোঃ রিদুয়ান (ঢাকা রিপোট), রিদুয়ানুল হক (দৈনিক আলোকিত সকাল)।
সাধারন সম্পাদক মোঃনাছির বলেন, সাংবাদিকতার জগতে নতুন প্রজন্মের কোন প্ল্যাটফর্ম নেই সুতরাং আমরা একটা পরিবেশ সৃষ্টি করছি মাত্র । যেটা আগামীতে একটা সুন্দর প্ল্যাটফর্ম সৃষ্টি হবে।
এ বিষয়ে সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আক্কাস উদদীন বলেন, সাতকানিয়া উপজেলার অপসাংবাদিকতার পাশাপাশি এই ভূখন্ডের সকল অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে এই সংগঠন সোচ্চার থাকবে। এবং সামাজিক অবক্ষয় ও যে কোন দূর্যোগে পুরো সাতকানিয়াবাসীর পাশে দাড়াঁবে এই সংগঠন।এবং মফস্বল সাংবাদিকদের স্বার্থ রক্ষার্থে এই সংগঠন সর্বোচ্চ সহায়তা করবে।
হাসান চৌধুরী গ্রুপ অব কোম্পানিজ লিঃ এর একটি প্রতিষ্ঠান