🗓️ বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২০, ১:৪০ অপরাহ্ণ ● ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
‘SHED’এনজিও’ সংস্থার প্রকল্পে অনিয়মের অভিযোগ
উখিয়া পালংখালী ইউনিয়ন ৬ নং ওয়ার্ডে 'IOM' এর অর্থায়নে এনজিও সংস্থা 'SHED' এর প্রকল্প 'Safe plus'-এর অধিনে প্রায় ১০৫০ পরিবারের মধ্যে (উপজাতি প্রায় ৪৫০) প্রকল্পের ধারনক্ষমতা ২১৫ পরিবার। প্রতি পরিবার ফেব্রুয়ারী-২০২০ থেকে ডিসেম্বর পর্যন্ত মাসে ৩০০০ টাকা করে পাবে। সেবা পাচ্ছে ২০৯ পরিবার। অবশিষ্ট ৯ পরিবার ঘাটতি।
সুবিধা গ্রহনকারীর ধরনঃ দারিদ্র সীমার নিচে ও সুবিধা বঞ্চিতরা প্রথম প্রাইওরিটি থাকলেও অত্র ওয়ার্ডের উচ্চ মধ্যবিত্তরা প্রথমে সুবিধা পাচ্ছে এবং ৯ টি পরিবারের ২৭ জন অনিয়মভাবে এই সুবিধা নিচ্ছে। শুধু তাই নয়, একই আইডি কার্ড ব্যবহার করে একের অধিক সুবিধা নিচ্ছে।
দুঃখজনক হলেও সত্য যে, অত্র ওয়ার্ডে প্রায় ৪৫০ টি উপজাতি পরিবার থাকলেও কোন পরিবার এই সেবার আওতায় আসেনি।
তাই নিরুপায় হয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট বিনীতভাবে অনুরোধ করেছেন- অত্র এলাকার গণমানুষের অধিকার সংরক্ষণ কারী সংগঠন "অধিকার বাস্তবায়ন কমিটি"
এই ধরনের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহন করে ইউনিয়নবাসীর ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়ার দাবী জানিয়েছেন সংশ্লিষ্ট জনসাধারণ।
হাসান চৌধুরী গ্রুপ অব কোম্পানিজ লিঃ এর একটি প্রতিষ্ঠান