কাফি আনোয়ার;কক্সবাজার:
ঈদগাঁহ বাসস্টেশন, ঈদগাঁহ বাজার ও বিশেষ করে ঈদগাহঁ- ঈদগড় সড়কে ফের চাঁদাবাজি শুরু করেছে বলে অভি্যোগ শোনা কতিপয় পরিবহণ সংগঠনের বিরুদ্ধে।
ঈদগড়, বাইশারী অভিমুখী বিভিন্ন পণ্যবাহী ও যাত্রীবাহী
অটোরিক্সা,ভ্যান, সিএনজি’র কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
কক্সবাজার জেলার বৃহত্তম বাণিজ্যিক উপশহর ঈদগাঁহবাজার ও ঈদগাঁহ স্টেশনে দীর্ঘদিন ধরে চলছে একধরণের দৌরাত্ম। ফলে সাধারণ মানুষ দিনদিন অতিষ্ট হয়ে উঠছে।
ইতোপূর্বে চাদাঁবাজির অভিযোগ কয়েকজন পরিবহণশ্রমিক নেতাকে ডিবি পুলিশ তুলে নিয়ে চাঁদাবাজীর মামলা দায়ের করলে পরিস্থিতি কিছুদিন স্বাভাবিক ছিল।
গত ২/৩ সপ্তাহ ধরে ফের চাঁদাবাজিতে সক্রিয় হয়ে উঠেছে নামে-বেনামে একাধিক সংঘবদ্ধচক্র।
নামপ্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী অভিযোগ করেন প্রশাসন কিংবা কতিপয় নেতাদের যোগসাজশ ছাড়া ঈদগাঁহ বাসস্টেশনের মত জনগুরুত্বপূর্ণ এলাকায় প্রকাশ্যে চাদাঁবাজি সম্ভব নয়।
ব্যবসায়ী”সহ সর্বমহলে এই চাদাঁবাজি বন্ধে স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠছে।