🗓️ শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২০, ৮:২৫ অপরাহ্ণ ● ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
কবিতা:-আহবান→নুরুল আলম নয়ন
♦<><><><><>♦
দ্বীনের পথে আনতে বিজয়
বীর মুজাহিদ কয়
পূর্ণ ঈমান থাকলে মনে
আসবে আবার জয়।
কাফেরের ঐ দূর্গ ভেঙ্গে
আলোর মশাল হাতে
দ্বীনের আলো আসবে ফিরে
হঠাৎ কোন রাতে।
ভন্ডদের ঐ মাজার ভেঙ্গে
করতে হবে সাফ
এদেশ থেকে মুক্তি পাবে
শিরক নামের পাপ।
আলেম নামের জালেম যারা
পরের কথায় চলে
নতুন নতুন ফতোয়া দেয়
নেতা যেমন বলে।
হরা সুন্নিহ মিড়া সুন্নিহ
ওহাবী জামাত সব
ভালো করে চিন্তা করো
আল্লাহ সবার রব।
ওহাবী- জামাত এক হয়ে যাও
আসবে তুদের রাজ
ভাইয়ে ভাইয়ে শত্রু কেন
প্রশ্ন আমার আজ।
লেখক: প্রভাষক
হাশেমিয়া কামিল মাষ্টার্স মাদ্রাসা,কক্সবাজার।
হাসান চৌধুরী গ্রুপ অব কোম্পানিজ লিঃ এর একটি প্রতিষ্ঠান