প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা শাখার উদ্যোগে বাঁকখালীর অন্যতম শাখা নদীর কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এসএম পাড়া রাস্তার পাশদিয়ে বয়ে চলা ঐতিহ্যবাহী সামরাই খালের সীমানা নির্ধারণ, পুনর্খনন, দখল ও দূষণমুক্ত করার দাবীতে শুক্রবার বেলা ৩ টায় ( ১১ সেপ্টেম্বর) গণস্বাক্ষর অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল’র কেন্দ্রীয় সিনিঃ সহসভাপতি সরওয়ার সাঈদ ও যুগ্ম সম্পাদক ইসলাম মাহমুদ।
বাঁকখালী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক – জাহাঙ্গীর আলম সামস। গণস্বাক্ষর অভিযান
সংগঠনের সেক্রেটারি শামসুল আলম শ্রাবণ’র সঞ্চালনায় অন্যান্যদের বক্তব্য রাখেন
মোহাম্মদ তুহিন, আবদুল হালিম, সোহেল রানা, মুসা হাসমী, অপু ঋষি, দেলোয়ার হোসেন, সাদিয়া ইসলাম।
এসময় বক্তারা বলেন- সামরাই খাল কক্সবাজার শহরের বাকখালী নদীর জরায়ু হিসেবে অবহিত, ঐতিহ্যবাহী এই খাল রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।
গণস্বাক্ষর অভিযান কর্মসূচিতে
এলাকাবাসীর পক্ষে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- ফেরদৌস চৌধুরী, মাস্টার ওসমান গণি, জসীম উদ্দিন, নুরুল আমীন, বজন্দ্র মল্লিক, সুধীর মল্লিক, নজির আহমেদ, ছালামত উল্লাহ, আজিজুর রহমান প্রমুখ গণস্বাক্ষর অভিযান কর্মসূচি
উল্লেখ্য যে – ৩দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি সমাপ্তি শেষে জেলা প্রশাসক বরাবর গণস্বাক্ষর সম্মেলিত স্বারকলিপি প্রদান করা হবে।