নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর রামপুরা, বাড্ডা ও হাতিরঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম খান তুষার ওরফে ভাগিনা তুষারকে গ্রেপ্তার করেছে
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রামপুরা থানা পুলিশ। এ সময় আনোয়ার হোসেন নামে আরেকজনকে আটক করা হয়।
তাদের কাছ থেকে একটি খেলনা রিভলভার ও দুটি মোটরবাইক জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেপ্তারের পর বুধবার (৯ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করে রিমান্ডে নেওয়া হয়েছে।
রামপুরা থানার অফিসার ইনচার্জ আব্দুল কুদ্দুছ ফকির গণমাধ্যম’কে জানান, গ্রেপ্তারকৃত তুষার ও তার সহযোগীরা মঙ্গলবার রামপুরার বনশ্রী এলাকায় জনৈক তুহিন ইসলামের নির্মাণাধীন বিল্ডিংয়ে গিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা না দিলে কাজ বন্ধ রাখতে বলে। তুহিন চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তুষার ও তার সহযোগীরা অস্ত্র দিয়ে ভয় দেখায়। ভুক্তভোগী তুহিন বিষয়টি কৌশলে রামপুরা থানাকে জানালে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তুষার ও আনোয়ারকে হাতেনাতে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তুষার আরেক শীর্ষ সন্ত্রাসী কালা পলাশের ভাগিনা। এ কারণে তাকে এলাকার সবাই ভাগিনা তুষার নামে চিনতো। রাজধানীর রামপুরা, বাড্ডা, হাতিরঝিলসহ আশপাশের এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে চাঁদাবাজি করতো সে। তুষারের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক, মাদক, অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় ১৪টি মামলা রয়েছে।