logo
ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
  1. সর্বশেষ
  2. দেশজুড়ে

জলাবদ্ধতা যেনো কক্সবাজার বিসিক শিল্প নগরীর নিত্যদিনের সঙ্গী

প্রতিবেদক
সংবাদ সবসময়
২৩ আগস্ট ২০২০, ১২:২৫ পূর্বাহ্ণ

Link Copied!

কক্সবাজারে বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন) শিল্পনগর প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে।
প্লট বরাদ্দ শুরু হয় ১৯৮০ সালে। সে সময়ের পর থেকে এখন পর্যন্ত এখানকার ৮৭টি প্লটের মধ্যে শিল্প-কারখানা গড়ে উঠেছে মাত্র ৩৯টিতে।

ঐতিহ্যবাহী এই বিসিকে গিয়ে দেখা যায়, মূল ফটকেই বিশাল বিশাল গর্তে জমে আছে পানি ও কাদা। বড় বড় গাড়ি পণ্য আনা-নেওয়াতে ভেতরে ঢুকতে পারছে না। রাস্তার পাশে যত্রতত্র মালামাল রাখার ফলে সমস্যায় রয়েছেন উদ্যোক্তারা। ভেতরের রাস্তায়ও খানাখন্দে ভরা।

এছাড়া শিল্পনগরীর পুরো এলাকাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে কলকারখানার বর্জ্য-আবর্জনা। নেই কোনো ওয়েস্ট ম্যানেজম্যান্ট সিস্টেম। যেখানে সেখানে ফেলে রাখা হচ্ছে পরিবেশের মারাত্মক ক্ষতিকর বর্জ্যও।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো এলাকায় নেই যথাযথ ড্রেনেজ ব্যবস্থা। বিসিকের শুরুতে ড্রেনেজ ব্যবস্থায় করা হলেও ভুল নকশার কারণে তা কার্যকর হচ্ছে না। ড্রেনের সামনের মুখ বন্ধ থাকায় পানি চলাচল করতে পারে না।

শিল্প প্রতিষ্ঠানের ব্যবহৃত পানি জমে দুর্গন্ধ ছড়াচ্ছে আশপাশে। ফলে পরিবেশে মারাত্মক প্রভাব পড়ছে। এছাড়া একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয় বিসিক এলাকায়। ব্যাহত হয় উৎপাদন।
নাম প্রকাশ নাকরার শর্তে এক ব্যবসায়ী বলেন, বর্জ্যগুলো নিজ দায়িত্বে পুড়িয়ে ফেলতে হয়। সেগুলো ফেলার মতো জায়গাও নেই। পানি নিষ্কাশনের পথ তো নেই-ই। বর্ষা মৌসুমে গোটা বিসিক শিল্প নগরী জলাবদ্ধ থাকে।

ফ্লাউয়ার মিলের এক শ্রমিক জানান, বর্ষায় রাস্তায় পানি জমে যায়। কেউ নেই এগুলো দেখার। প্রতিবছরই এরকমভাবে কেটে যাচ্ছে। সামনের ড্রেনগুলোতে পানি জমে আছে দিনের পর দিন। তাতে সৃষ্টি হয়েছে মশা আর নানা রোগজীবাণু। বর্ষার পানি রাস্তায় উঠে গেলে চলাচল করা দায় হয়ে পড়ে।

এমন অবস্থার জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন শিল্প উদ্যোক্তারা।

আরও পড়ুন

ঢাকায় ধরা সোনাপাচার-হুন্ডির ‘বস’ চট্টগ্রামের আবু, একদশকে হাজার কোটির মালিক

এবি পার্টিতে যোগদান করলেন বৈষম্য বিরোধী আন্দোলনের দেড়’শ ছাত্রনেতা

সাতকানিয়া কেঁওচিয়ায় ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট ও সুনামগঞ্জের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোঘণা

সাতকানিয়ায় এওচিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা

বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের নব কমিটির সভাপতি রিফন সাধারণ সম্পাদক অমি

আবারও রেড ক্রিসেন্ট ট্রেজারার নির্বাচিত হলেন বিশিষ্ট শিল্পপতি আবদুস সালাম

স্বাধীনতা পদক পেলেন বিশিষ্ট শিল্পপতি আবদুস সালাম

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ টহলদল জ্বালানি কাঠসহ পিকআপ আটক

সাতকানিয়ায় পশ্চিম ঢেমশা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা

কুমিল্লায় ট্রেন লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি, স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল