🗓️ বুধবার ● ১৬ আগস্ট ২০২৩, ১১:৩৪ পূর্বাহ্ণ ● ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাবিতে মারধরে আহত’ বন বিভাগের কর্মকর্তার মৃত্যু
জ্যেষ্ঠ প্রতিবেদক: ঢাকায় বন বিভাগের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে, এক দিন আগে তাকে পেটানো হয়েছিল বলে স্বজনদের অভিযোগ।
নিহত কর্মকর্তার নাম বসন্ত কুমার দাস (৫২)। তিনি ঢাকায় বন ভবনে হিসাব বিভাগের কর্মরত ছিলেন।
রোববার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দেখে বলেন, তিনি মারা গেছেন।
নিহতের ছোট ভাই হেমন্ত কুমার দাস বলেন, তাদের এক ফুফাত বোনের সঙ্গে বসন্ত দাসের নিয়মিত কথাবার্তা হত। তাতে ক্ষিপ্ত হয়ে ওই বোনের স্বামী শনিবার বসন্ত দাসকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে মারধর করেন। সেই ঘটনার পর তার ভাই বাসায় এসে অসুস্থ হয়ে পড়েন জানিয়ে হেমন্ত দাস বলেন, সকালে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।
ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার পাড়াটংঙ্গী গ্রামের রঘুনাথ দাসের ছেলে বসন্ত মালিবাগের গুলবাগে থাকতেন। পাঁচ ভাই, দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়।
শাহবাগ থানার পরিদর্শক তদন্ত শাহ আলম জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
হাসান চৌধুরী গ্রুপ অব কোম্পানিজ লিঃ এর একটি প্রতিষ্ঠান