নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক বিশাল শোক র্যালি বের করা হয়।
মঙ্গলবার(১৫ই আগষ্ট) বিকাল ৪’টায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী ও সম্পাদক আব্দুল মান্নানের নেতৃত্বে উপজেলার কেরানিহাট এই বিশাল শোক র্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনে শেষ হয়।পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল ও অনুষ্ঠিত হয়।
সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলী বলেন, জামাত-শিবিরের নাশকতার রুখে দিতে প্রস্তুত কোন যুদ্ধ অপরাধীর মৃত্যু পরবর্তী গায়েবানা জানাজার নামে জামাত-শিবিরের নাশকতা বন্যা কবলিত সাতকানিয়ায় হতে দেয়া যাবে না। বন্যা কবলিত মানুষের বিপদে যেমন সর্বস্ব উজার করে মানুষের পাশে ছিলাম।সাতকানিয়া মানুষের সম্পদ, জানমাল রক্ষার জন্য মৌলবাদী গোষ্ঠীর বিরুদ্ধেও আমৃত্যু রাজপথে থাকবো।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, আবহমান বাংলা ও বাঙালির আরাধ্য পুরুষ, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ই আগস্টে জাতি হারিয়েছে। বঙ্গবন্ধু পরিবারের নারী-শিশুরাও সেদিন রেহাই পায়নি ঘৃণ্য কাপুরুষ এ ঘাতক চক্রের হাত থেকে।সাতকানিয়ায় জামাত-শিবিরের কোন নাশতকার ছাড় দেওয়া হবে না,আমরা উপজেলা ছাত্রলীগ যেকোন নৈরাজ্য কঠোর ভাবে প্রতিরোধ করবো।
এসময় শোক র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা জমির উদ্দিন, রিদুয়ানুল ইসলাম, এম এইচ শহীদ, মো. তৌহিদ, মোহাম্মদ ফয়সাল, মো.মিজান, রাশেদুল ইসলাম ইমন, হোসাইন মোহাম্মদ এনাম প্রমূখ।