বন বিভাগের ‘টেকসই বন ও জীবিকা’ বা ‘সুফল’ প্রকল্পের কর্মীদের বেতন পরিশোধ করা হবে মোবাইলে আর্থিক সেবা ‘নগদের’ মাধ্যমে।
সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তর, ডাক অধিদপ্তর ও নগদ লিমেটেডের মধ্যে এ সংক্রান্ত একটি একটি চুক্তি হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানিয়েছে, বন অধিদপ্তরের সুফল প্রকল্পের পরিচালক গোবিন্দ রায়, ডাক অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) পারভীন বানু এবং নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম নিজেদের প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এই চুক্তির ফলে বন অধিদপ্তরের সুফল প্রকল্পের কর্মীরা তাদের পারিশ্রমিক নগদের মাধ্যমে পাবেন।
এরমধ্যে দিনমজুরদের দৈনিক মজুরি ৫০০ টাকা, ওয়াচারদের মাসিক বেতন ৩০০০ টাকা, কমিউনিটি পেট্রোলিংয়ের মাসিক বেতন ১৮০০ টাকা করে নগদের মাধ্যমে পরিশোধ করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, উপপ্রধান বন সংরক্ষক (সামাজিক বন উইং) মো. মঈনুদ্দিন খান, ডাক অধিদপ্তরের পোস্টাল অ্যাটাচি মো. মিজানুর রহমান, নগদের চিফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার শেখ শাবাব আহমেদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।