logo
ঢাকাবুধবার , ২১ মে ২০২৫
  1. সর্বশেষ

গুলিতে হাতির মৃত্যু স্বীকার করছে না বনবিভাগ: কক্সবাজারে জঙ্গলে বন্য হাতির অন্তর্ধান

প্রতিবেদক
সংবাদ সবসময়
১১ জুন ২০২৩, ৫:৫০ অপরাহ্ণ

Link Copied!

ইফতেখার হোসেন: কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বনবিটের ছনখোলার আগা নামক স্থানে একটি ‍বন্য হাতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

রোববার (১১ জুন) সকালে হাতিটি মারা গেছে বলে নিশ্চিত করেছেন ফুলছড়ি রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী।

রেঞ্জ কর্মকর্তা ফজল কাদের চৌধুরী বলেন, গত ১০ জুন সকালে বনের ভিতরে একটি বন্য হাতি অসুস্থ হয়ে পড়ে থাকার খবর পেয়ে তাৎক্ষণিক চিকিৎসক নিয়ে চিকিৎসা করা হচ্ছিল। এমতাবস্থায় রোববার সকালে হাতিটি মারা যায়। পরে হাতিটির ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। সোমবার (১২ জুন) ময়নাতদন্ত রিপোর্ট পেলে বুঝা যাবে, স্বাভাবিক না কোনো আঘাতে হাতিটি অসুস্থ হয়েছিল।

তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় সচেতন কয়েক ব্যক্তি জানান, গত ২-৩দিন আগে গোদার ফাঁড়ি ও খুটাখালী ছড়ার পশ্চিমপাশে আম বাগানে হাতিটি এসেছিল। বাগানের মালিক হাতিটি তাড়ানোর গুলি চালায়। হয়তো গুলির আঘাতে হাতিটি ফের পূর্বদিকে চলে যায়। পরে বনের ভেতরে ছনখোলা নামক জঙ্গলে ব্যথার যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়ে। বন বিভাগ খবর পেয়ে চিকিৎসা করলেও হাতিটিকে বাঁচানো যায়নি।

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার বলেন, চকরিয়ার বনের এই অংশটাতে এটাসহ ভিন্ন সময়ে একে একে তিনটি হাতির মৃত্যু হয়েছে। এটা এলার্মিং। আজকে (রোববার) মারা যাওয়া হাতিটির শরীরেও আঘাতের চিহ্ন পেয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদনটা হাতে পেলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।তবে গুলির বিষয়টি নিশ্চিত করেনি তিনি।

আরও পড়ুন

ঢাকায় ধরা সোনাপাচার-হুন্ডির ‘বস’ চট্টগ্রামের আবু, একদশকে হাজার কোটির মালিক

এবি পার্টিতে যোগদান করলেন বৈষম্য বিরোধী আন্দোলনের দেড়’শ ছাত্রনেতা

সাতকানিয়া কেঁওচিয়ায় ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট ও সুনামগঞ্জের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোঘণা

সাতকানিয়ায় এওচিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা

বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের নব কমিটির সভাপতি রিফন সাধারণ সম্পাদক অমি

আবারও রেড ক্রিসেন্ট ট্রেজারার নির্বাচিত হলেন বিশিষ্ট শিল্পপতি আবদুস সালাম

স্বাধীনতা পদক পেলেন বিশিষ্ট শিল্পপতি আবদুস সালাম

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ টহলদল জ্বালানি কাঠসহ পিকআপ আটক

সাতকানিয়ায় পশ্চিম ঢেমশা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা

কুমিল্লায় ট্রেন লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি, স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল