logo
ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
  1. সর্বশেষ

সাতকানিয়ায় লোকালয়ে বন্যহাতির মৃত্যু

প্রতিবেদক
সংবাদ সবসময়
২৮ মে ২০২৩, ৫:৩০ অপরাহ্ণ

Link Copied!

ইফতেখার হোসেন: সাতকানিয়ায় লোকালয়ে প্রবেশের পর মারা গেছে একটি মায়া হরিণ।

২৮ মে সকাল সাড়ে ১০টার দিকে হরিণটি উপজেলার পুরানগড়ের উত্তর মনেয়াবাদ এলাকায় লোকালয়ে ঢুকে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে মারা যায়।

পুরানগড় ইউপি চেয়ারম্যান আ ফ ম মাহাবুবুল হক সিকদার জানান, চন্দনাইশের দিয়াকুল এলাকায় লোকালয়ে একটি হরিণ দেখে সবাই ধরার জন্য চেষ্টা করে। এক পর্যায়ে হরিণটি সাঙ্গুনদী পার হয়ে সাতকানিয়ার পুরানগড়ের উত্তর মনেয়াবাদ এলাকায় চলে আসে। এরপর স্থানীয় লোকজন হরিণটিকে ধারার জন্য ধাওয়া করে। এক পর্যায়ে হরিণটি মোস্তাফিজুর রহমান নামের একজনের বসতঘরে ঢুকে পড়ে। বিষয়টি জানার পর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা ও স্থানীয় বন বিভাগকে বিষয়টি জানান।

খবর পেয়ে পদুয়া রেঞ্জের আওতাধীন বড়দুয়ারা বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বন বিভাগের লোকজন এসে বসতঘর থেকে হরিণটি উদ্ধার করে। উদ্ধারের কিছুক্ষণ পর হরিণটি মারা যায়।

ইউপি চেয়ারম্যান আরো জানান, হরিণটি চন্দনাইশের চৌকিদার ফাঁড়ির পাহাড়ি এলাকা থেকে দিয়াকুলের লোকালয়ে ঢুকে পড়ে।

এদিকে, হরিণটি মারা যাওয়ার পর ময়নাতদন্ত শেষে মাটি চাপা দেয়া হয়েছে।

সাতকানিয়া উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. সালাউদ্দিন তানভীর বলেন, “শুনেছি হরিণটি পাহাড় থেকে লোকালয়ে প্রবেশের পর দফায় দফায় লোকজনের ধাওয়া খেয়েছে। এছাড়া প্রচণ্ড গরম ছিল। লোকালয়ে প্রবেশের পর ধাওয়া খাওয়ায় ভয়ও পেয়েছে। হিট স্ট্রোক করে হরিণটি মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হরিণটির শরীরের কোথাও কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মারা যাওয়া হরিণটির বয়স আনুমানিক ১ বছর। ওজন ১২-১৫ কেজির মতো হবে।

বড়দুয়ারা বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, লোকালয়ে হরিণ প্রবেশের বিষয়ে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। উত্তর মনেয়াবাদের মোস্তাফিজুর রহমান নামের একজনের বসতঘর থেকে হরিণটি উদ্ধার করি। উদ্ধারের কিছুক্ষণ পর হরিণটি মারা যায়। তবে হরিণটির শরীরের কোথাও কোনো ধরনের আঘাতের চিহ্ন নাই। এ বিষয়ে আমরা সাতকানিয়া থানায় একটি সাধারন ডায়েরি দায়ের করেছি।

 

আরও পড়ুন

ঢাকায় ধরা সোনাপাচার-হুন্ডির ‘বস’ চট্টগ্রামের আবু, একদশকে হাজার কোটির মালিক

এবি পার্টিতে যোগদান করলেন বৈষম্য বিরোধী আন্দোলনের দেড়’শ ছাত্রনেতা

সাতকানিয়া কেঁওচিয়ায় ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট ও সুনামগঞ্জের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোঘণা

সাতকানিয়ায় এওচিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা

বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের নব কমিটির সভাপতি রিফন সাধারণ সম্পাদক অমি

আবারও রেড ক্রিসেন্ট ট্রেজারার নির্বাচিত হলেন বিশিষ্ট শিল্পপতি আবদুস সালাম

স্বাধীনতা পদক পেলেন বিশিষ্ট শিল্পপতি আবদুস সালাম

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ টহলদল জ্বালানি কাঠসহ পিকআপ আটক

সাতকানিয়ায় পশ্চিম ঢেমশা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা

কুমিল্লায় ট্রেন লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি, স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল