🗓️ বৃহস্পতিবার ● ২০ এপ্রিল ২০২৩, ৪:০৪ অপরাহ্ণ ● ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
স্ত্রী মাস্টারপ্ল্যানে আত্মহত্যার নাটক: চট্টগ্রামে আইনজীবি স্বামীকে খুন করেছে স্ত্রী
ইফতেখার হোসেন: চট্টগ্রামে নগরীতে একজন শিক্ষানবিশ আইনজীবির মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে৷ নিহত আইনজীবীর নাম আবদুল্লাহ আল মামুন। শুরুতে আত্মহত্যা বলে ধারণা করা হলেও লাশের সুরতহাল করে হত্যার আলামত পাওয়া গেছে। এই ঘটনায় ওই আইনজীবীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পারিবারিক কলহের জের মামুনকে তার স্ত্রী অন্ডকোষ চেপে হত্যা করেছেন বলে দাবি মামুনের বন্ধুদের।
নিহত মামুনের স্বজনরা জানান, মামুন চট্টগ্রামের বেসরকারি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়েরর আইন বিভাগের ২৭ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি কক্সবাজারের চকরিয়া এলাকার স্থায়ী বাসিন্দা। বছর খানেক আগে বিয়ে করার পর থেকে স্ত্রী সহ চকবাজারের ডিসি রোডের ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন মামুন। বৃহস্পতিবার ভোর চারটার দিকে তার স্ত্রী ও স্ত্রীর কয়েকজন বন্ধু মামুনকে মৃত অবস্থায় বেসরকারি পার্কভিউ হাসপাতালে নিয়ে আসে। শুরুতে স্ত্রী ও তার বন্ধু বান্ধরা জানিয়েছিল মামুন আত্মহত্যা করেছে। পরে তার বন্ধুরা খবর পেয়ে পার্কভিউ হাসপাতালে যায়। সেখানে তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখে তারা বিভিন্ন প্রশ্ন তোলা আরম্ভ করলে মামুনের স্ত্রীর বন্ধুরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে৷
মামুনের বন্ধু ওয়াজেদ হোসেন বলেন, 'প্রেমের সম্পর্কে এক বছর আগে বিয়ে করেছিল মামুন। তার পরিবারে অভাব ছিল। একার আয়ে সংসার চলত। এসব নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া লেগে থাকত। স্ত্রীর সাথে এক বাসায় থাকতো। সেই মামুনকে অন্ডকোষ চেপে হত্যা করেছে। আমরা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহযোগিতা পাচ্ছি। মামলার প্রস্তুতি চলছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের বলেন, 'মামুন নামে একজন শিক্ষানবিশ আইনজীবির মৃত্যুর ঘটনায় তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রথমে তার স্ত্রী জানিয়েছিল মামুন আত্মহত্যা করেছেন৷ কিন্তু মামুনের মাথার পেছনে ও অন্ডকোষে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
হাসান চৌধুরী গ্রুপ অব কোম্পানিজ লিঃ এর একটি প্রতিষ্ঠান