logo
ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
  1. সর্বশেষ

সুন্দরবনে বন কর্মকর্তা ও রক্ষীদের ওপর হামলার ঘটনায় আসামী ২১ জন

প্রতিবেদক
সংবাদ সবসময়
৩০ মার্চ ২০২৩, ৭:০৩ অপরাহ্ণ

Link Copied!

এনামুল হক: সুন্দরবনে বন কর্মকর্তা ও রক্ষীদের ওপর জেলেদের হামলার ঘটনায় ২১ জনের নামে মামলা দায়ের করেছে বনবিভাগ। চাঁদপাই রেঞ্জের ষ্টেশন অফিসার ওবায়দুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে মোংলা থানায় হত্যার উদ্দেশ্যে ও সরকারী কাজে বাধা প্রধানসহ একাধিক ধারায় এ মামলা করেন। তবে এ মামলায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি বনবিভাগ।

এর আগে বুধবার (২৯ মার্চ) সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় মাছ শিকার বন্ধে অভিযানের সময় জেলেদের হামলার শিকার হন দুই বন কর্মকর্তাসহ সাতজন।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ (সহকারি বন সংরক্ষক) মাহবুব হাসান জানান, ওই ঘটনায় মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের ২১ জনকে আসামি করে বৃহস্পতিবার মামলা দায়ের হয়েছে। আসামীরা হচ্ছেন- নয়ন খাঁ, শয়ন খাঁ, আমিরুল খাঁ, এনামুল খাঁ, লিটন খাঁ, আল মামুন শেখ, মারুফ খাঁ, তিতুমীর খাঁ ও মোঃ শহিদ, জাহাঙ্গীর খাঁ, রিয়াজুল খাঁ, জাকির শেখ, মোঃ সোহাগ, ইমরান শেখ, বাহারুল খাঁ, সুলতান শেখ, মিরাজ শেখ, মিলন শেখ, সোহেল খাঁ, সুমন শেখ ও মিরাজুল খাঁ। এছাড়া আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে এ মামলায়।

এসিএফ মাহবুব হাসান আরও জানান, বুধবার (২৯) বিকেলে সুন্দরবন সংলগ্ন পশুর নদীর নন্দবালা, আন্ধারমানিক ও শ্যালা অভয়ারণ্যে (নিষিদ্ধ) এলাকায় মাছ শিকার করছিলেন একদল অসাধু জেলে। খবর পেয়ে এদিন তার নেতৃত্বে অভিযানে যায় চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা। এসময় নিষিদ্ধ এলাকা থেকে জেলেদের চলে যেতে বললে তাদের ওপর চড়াও হন জেলেরা। এক পর্যায়ে নৌকায় থাকা বৈঠা ও দা দিয়ে বন কর্মকর্তাদের ওপর হামলা করে তারা। এসময় আতœরক্ষার্থে বনরক্ষীরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে জেলেরা পালিয়ে যায় বলে জানান তিনি।

মোংলায় জেলেদের হামলায় বন কর্মকর্তাসহ আহত ৭  

তবে জেলেদের হামালায় চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাহবুব হাসান, ষ্টেশন অফিসার খলিলুর রহমান, বোটম্যান শেখ মোতালেব, মোঃ তুহিন, সুলতান মাহমুদ মঞ্জু, সেলিম সরদার ও স্পিড বোট ড্রাইভার মঞ্জু রানা আহত হন। আহতরা সবাই রেঞ্জ কার্যালয়ে সেদিন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, নিষিদ্ধ এলাকায় জেলেদের মাছ শিকার বন্ধে বন রক্ষীদের সাথে নিয়ে কর্মকর্তারা অভিযানে গেলে তাদের ওপর সংঘবদ্ধ জেলেরা হামলা চালায়। এসময় বনরক্ষীরা আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছোড়ে। পরে পালিয়ে যাওয়া জেলেদের ধরতে কোস্টগার্ড ও নৌ পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়। কিন্তু কাউকে আটক করা যায়নি। তবে কারা হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করা গেছে। এ ঘটনায় ২১ জনকে আসামী করে হত্যার উদ্দেশ্যে ও সরকারী কাজে বাধা প্রধানসহ একাধিক ধারায় বৃহস্পতিবার দুপুরে মামলা দেওয়া হয়েছে। আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

ঢাকায় ধরা সোনাপাচার-হুন্ডির ‘বস’ চট্টগ্রামের আবু, একদশকে হাজার কোটির মালিক

এবি পার্টিতে যোগদান করলেন বৈষম্য বিরোধী আন্দোলনের দেড়’শ ছাত্রনেতা

সাতকানিয়া কেঁওচিয়ায় ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট ও সুনামগঞ্জের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোঘণা

সাতকানিয়ায় এওচিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা

বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের নব কমিটির সভাপতি রিফন সাধারণ সম্পাদক অমি

আবারও রেড ক্রিসেন্ট ট্রেজারার নির্বাচিত হলেন বিশিষ্ট শিল্পপতি আবদুস সালাম

স্বাধীনতা পদক পেলেন বিশিষ্ট শিল্পপতি আবদুস সালাম

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ টহলদল জ্বালানি কাঠসহ পিকআপ আটক

সাতকানিয়ায় পশ্চিম ঢেমশা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা

কুমিল্লায় ট্রেন লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি, স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল