আহতরা হলেন—চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক শেখ মাহবুব হাসান, স্টেশন অফিসার খলিলুর রহমান, বোটম্যান শেখ মোতালেব হোসেন, মো. তুহিন, সুলতান মাহমুদ টিপু, সেলিম সরদার ও স্প্রিড বোট ড্রাইভার মনজু রাজা।
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) সহকারী বন সংরক্ষক শেখ মাহবুব হাসান জানান, বুধবার বিকেলে সাতজনের একটি দল স্পিড বোট নিয়ে মোংলার পশুর নদীর নন্দবালা, শ্যালা নদী ও আন্ধারমানিক এলাকায় টহলে বের হন। এ সময় ডলফিন অভয়ারণ্যে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করছিল জেলারা। মাছ ধরতে বাধা দিলে তারা দা, লাঠি ও বৈঠা নিয়ে বন বিভাগের দলটির ওপর হামলা চালায়। এতে বন বিভাগের সাতজন আহত হন।
শেখ মাহবুব হাসান বলেন, ‘হামলাকারীদের মধ্যে মাসুম বিল্লাহ নামে এক জেলেকে বুধবার দিনগত রাতে আটক করেছে বনবিভাগ। বাকিদের ধরতে অভিযান চলছে। এছাড়া ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।