🗓️ মঙ্গলবার ● ২১ মার্চ ২০২৩, ১০:৩২ অপরাহ্ণ ● ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
বাঙালহালিয়ায় ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙালহালিয়া এলাকা থেকে বিভিন্ন প্রজাতির ছয় লাখ টাকার অবৈধ কাঠ ও ২টি মিনি ট্রাক জব্দ করেছে বন বিভাগ।
সোমবার (২০মার্চ) রাত ১২টার দিকে বাঙালহালিয়া বন বিভাগের সদস্যদের নেতৃত্বে এসব কাঠ জব্দ করা হয়।
স্থানীয় এলাকাবাসী ও বন বিভাগের সূত্রে জানা যায়, বাঙালহালিয়া এলাকায় গভীর রাতে পাচারের উদ্দেশ্যে কাঠগুলো আনা হলে অভিযান চালিয়ে অবৈধ বিভিন্ন প্রজাতির কাঠ ও কাঠবহনকারী দুটি মিনি ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত কাঠের মূল্য ৬ লাখ টাকা।
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় কর্মকর্তা নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ কাঠ ও দুটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে। জব্দ কাঠগুলো বন বিভাগে হস্তান্তর করা হয়। কাঠ পাচার বন্ধে সাঁড়াশি অভিযান চলবে। এ বিষয়ে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাহাড়ে বনাঞ্চল রক্ষা ও অবৈধ কাঠ পাচার রোধে সেনা অভিযান অব্যাহত থাকবে।
হাসান চৌধুরী গ্রুপ অব কোম্পানিজ লিঃ এর একটি প্রতিষ্ঠান