মামুন পেশায় একজন ব্যবসায়ী।
বেড়ে উঠেন গ্রামেই,নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্কে।
চারদিকে সবুজ, গাছপাকালী মাঝেই বড় হয়ে উঠা।
এস.এস.এসি পরিক্ষা দিয়ে চলে অাসেন ইট পাথরের শহর চট্টগ্রামে। চারদিকে বড় দালান-কোঠা, অার এই ব্যাস্ত নগরীরে তে মানিয়ে উঠতে পারছিলেন না।
তাই সখ করে ২০১২ সালে ছাদে কয়েকটি গাছ লাগান,সেই থেকে শুরু তার ছাদ বাগান।
একে একে করে এখন অাপেল গাছ,মাল্টা গাছ,লিচু গাছ, জলপাই গাছ,নাশপতি গাছ,কামরাঙা গাছ,নানা প্রজাতির অাম গাছ,বাউকূল,নানা প্রজাতির লেবু,জাম্বুরা, জামরুল, নানা জাতের পেয়ারা,অানরস সহ নানা রকমের ফল, ফুল, শাক-সবজি ঔষধি গাছ সহ ছাদ যেন এখন একটুকরা গ্রামেই পরিণত হয়েছে!
চারদিকে শুধু সবুজ অার সবুজ!
অবসর সময়ে তিনি এবং তার পরিবার এখন ছাদেই কাটান।
গাছ প্রেমী মামুন সাহেবের দেখায় দেখায় অাশে পাশের ছাদ গুলো এখন সবুজে পরিণত হয়েছে,এবং ছাদ কৃষিতে উদ্বুদ্ধ হয়ে তারাও এখন ছাদ কৃষি করছেন।
এইভাবে একদিন এই ইট পাথরে ব্যাস্ত নগরী সবুজে পরিণত হোক।প্রতিটি ছাদ হয়ে উঠুক ছাদ বাগান সেটিই এখন তার একমাত্র প্রত্যাশা।