🗓️ মঙ্গলবার ● ২১ মার্চ ২০২৩, ৯:০১ অপরাহ্ণ ● ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
বশেমুরকৃবিতে বিশ্ব বন দিবস পালিত
গাজীপুর : ‘সুস্থ দেহে সুস্থ মন - যদি থাকে সমৃদ্ধ বন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হলো বিশ্ব বন দিবস।
মঙ্গলবার (২১ মার্চ) দিবসটি উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল, র্যালি ও আলোচনা সভা।
বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদের আয়োজনে দিবসের শুরুতে একটি র্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবন চত্বরে এসে শেষ হয়।
র্যালী উত্তর আলোচনায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া, ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, বন ও পরিবেশ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মাইন উদ্দীন মিঞা, পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন।
দিবসের কর্মসূচিতে অনুষদের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
হাসান চৌধুরী গ্রুপ অব কোম্পানিজ লিঃ এর একটি প্রতিষ্ঠান