🗓️ মঙ্গলবার ● ২১ মার্চ ২০২৩, ১:৩০ অপরাহ্ণ ● ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
বন দিবসে কাপ্তাইয়ে বিভিন্ন কর্মসূচি
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার প্রশান্তি পার্কে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ ও বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস আয়োজনে বন দিবস পালন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল "সুস্থ শরীর সুস্থ মন, যদি থাকে সমৃদ্ধ বন।"
আশিকা কমিউনিকেশন অফিসার প্রবীর চাকমার সঞ্চালনায় সভাপতিত্ব করে দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জে কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ। এতে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন- কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে।
আয়োজনটিতে স্বাগত বক্তব্য রাখেন- আশিকা প্রকল্প সমন্বয়কারী বিধান চাকমা। এতে প্রধান আলোচক ছিলেন- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফরেস্টি বিভাগের সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. মাসুম আলম, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, কর্ণফুলী সিএমসি সভাপতি থোয়াই অং মারমা, কাপ্তাই সিএমসি সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন ও সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
বক্তারা বলেন, বন পরিবেশ রক্ষা করতে হবে। যারা বন ধ্বংস করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় বন বিভাগ ও সিএমসি, ভিসিএফের সকল সদস্য উপস্থিত ছিলেন।
হাসান চৌধুরী গ্রুপ অব কোম্পানিজ লিঃ এর একটি প্রতিষ্ঠান