🗓️ সোমবার ● ১৩ মার্চ ২০২৩, ৫:১১ অপরাহ্ণ ● ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
বাঁশভর্তি ট্রাক জব্দ করল পদুয়া বনবিভাগ
ইফতেকার হোসেন: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বার আউলিয়া গেইট এলাকা থেকে অবৈধ বাঁশভর্তি মিনিট্রাক জব্দ করেছে পদুয়া বনবিভাগ।
সোমবার (১৩ মার্চ) পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ জানান ,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন স্যারের নির্দেশনায় বনবিভাগের একটি টিম বার আউলিয়া গেইট এলাকায় অভিযান চালিয়ে বাঁশভর্তি মিনিট্রাক গাড়িটি জব্দ করেছি। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত গাড়ি ও বাঁশগুলো বনবিভাগের হেফাজতে রয়েছে এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
হাসান চৌধুরী গ্রুপ অব কোম্পানিজ লিঃ এর একটি প্রতিষ্ঠান