নিজস্ব প্রতিবেদক: নগরীর ষোলশহর রেল স্টেশন সংলগ্ন বন গবেষণা ইনস্টিটিউটের এক কর্মকর্তার উপর হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতে বন গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ অফিসার মোহাম্মদ জহিরুল আলমের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
এ প্রসঙ্গে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন মজুমদার জানান, মৌখিক অভিযোগ শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ নেয়া হচ্ছে।
মোহাম্মদ জহিরুল আলম অভিযোগ করেন, সম্প্রতি বন গবেষণা ইনস্টিটিউটে কর্মচারী নিয়োগ পরীক্ষায় চতুর্থ শ্রেণির কর্মচারী মোহাম্মদ মুছার ছেলে তৌহিদও অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় তিনি পাস করতে পারেননি। স্বভাবতই তার চাকরি হয়নি।
গত পরশুদিন নিয়োগ বোর্ডের সদস্য সচিব বিভাগীয় কর্মকর্তা (প্রশাসন) ড. মাহবুবুর রহমানের কক্ষে প্রবেশ করে মুছা তাকে হুমকি দেন। এই ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকালে প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা প্রতিবাদ কর্মসূচি পালন করে। কর্মসূচিতে তিনিও (জহিরুল) অংশগ্রহণ করেন।
গতকাল রাত ৮টা ১০ মিনিটের সময় এশার নামাজ আদায়ের জন্য তিনি বন গবেষণা ইনস্টিটিউট মসজিদে প্রবেশকালে মুছার ছেলে তৌহিদের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। এসময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
জহিরুল আলমের ধারণা প্রতিবাদ কর্মসূচিতে তার তৎপরতা দেখেই হামলার ঘটনা ঘটতে পারে। কারণ নিয়োগ বোর্ড কিংবা পরীক্ষার সাথে তার কোন সম্পৃক্ততা নেই। এই ঘটনায় তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। রাত বারোটার দিকে তার কাছে জানতে চাইলে তিনি জানান, রাত ১০টা থেকে তিনি পাঁচলাইশ থানায় আছেন। পুলিশ তার অভিযোগটি লিখিত আকারে নিচ্ছেন। প্রধান অভিযুক্তের বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছেন।