ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় রোববার রাতের আঁধারে গজারি বনের ৫ শতাধিক গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সেই আলামত নষ্ট করতে বনের মাঝে তারা আগুন ধরিয়ে দেয়। পরদিন সোমবার দুপুরে বন বিভাগের লোকজন ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গাছের গুঁড়ি জব্দ করেছে।
সূত্র জানায়, উপজেলার হবিরবাড়ি মৌজায় রাধুর ভিটার বনের গেজেটভুক্ত ৪৩৮ ও ৪১৩ নং দাগের গজারি বন থেকে ৫ শতাধিক গাছ দুর্বৃত্তরা কেটে নিয়ে গেছে। বন বিভাগের লোকজন খবর পেয়ে বেশ কয়েকটি কাটা গাছের গুঁড়ি জব্দ করে স্থানীয় রেঞ্জ অফিসে নিয়ে আসেন। হবিরবাড়ি রেঞ্জের বন কর্মকর্তা রইছ উদ্দিন জানান, বনের গজারি গাছ কাটা হয়েছে শুনে আমি সেখানে আমার স্টাফ পাঠিয়েছি। ৩০-৪০টি গজারি গাছ জব্দ করা হয়েছে। বাকিগুলো উদ্ধারে চেষ্টা চলছে।
বিভাগীয় সহকারী বনসংরক্ষক হারুন অর রশিদ জানান, কে বা কারা গাছ কেটে নিয়েছে। আমরা এ ব্যাপারে অইনগত ব্যবস্থা নেব।