logo
ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
  1. সর্বশেষ
  2. রাজনীতি

ফখরুলকে আ.লীগে যোগ দেওয়ার আহ্বান শেখ নাঈমের

প্রতিবেদক
সংবাদ সবসময়
১০ মার্চ ২০২৩, ৩:০৬ পূর্বাহ্ণ

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : বিএনপির নেতাকর্মীদের নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আওয়ামী লীগে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।

বৃহস্পতিবার (৯ মার্চ) কক্সবাজারে পাবলিক হল এলাকায় শহীদ দৌলত ময়দানে কক্সবাজার পৌর যুবলীগের সম্মেলন ও কাউন্সিলে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি থেকে জনগণ খুন খারাপি ছাড়া কিছুই পায়নি। বিএনপির কোনো ভবিষ্যৎ নেই। তাদের জনগণ চায় না। দেশের উন্নয়নের সুফল বিএনপি ভোগ করছে। তাই বিএনপির সব নেতাকর্মীদেরকে সাথে নিয়ে মির্জা ফখরুলের উচিত আওয়ামী লীগে যোগ দেওয়া।

শেখ ফজলে নাঈম নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, আগামী নির্বাচনের আগে আর ঘরে যাওয়া যাবে না। নির্বাচনকে ঘিরে বিএনপি জামায়াত ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। সে সব ষড়যন্ত্রকারীদের উৎখাতে যুবলীগকে রুখে দাঁড়ানোর জন্য সবাইকে রাজপথে থাকতে হবে।

এর আগে বৃহস্পতিবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এ ছাড়াও পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জল কর, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সাইফুর রহমান সোহাগ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আওয়ামী লীগ নেতা বলেন, বিএনপি এখন মরা গাছ, যার নিচে কোনো ছায়া নেই। বর্তমান সরকারের ওপরে আস্থা রাখার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানান নেতারা।

পরে শহীদ সুভাষ হলে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিলে ৬ জন সভাপতি প্রার্থী আর ১৯ জন সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্যে সমঝোতা না হওয়ায় কেন্দ্রীয় কমিটি পৌর যুবলীগের কমিটি ঘোষণা করবে বলে জানানো হয়।

আরও পড়ুন

ঢাকায় ধরা সোনাপাচার-হুন্ডির ‘বস’ চট্টগ্রামের আবু, একদশকে হাজার কোটির মালিক

এবি পার্টিতে যোগদান করলেন বৈষম্য বিরোধী আন্দোলনের দেড়’শ ছাত্রনেতা

সাতকানিয়া কেঁওচিয়ায় ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট ও সুনামগঞ্জের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোঘণা

সাতকানিয়ায় এওচিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা

বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের নব কমিটির সভাপতি রিফন সাধারণ সম্পাদক অমি

আবারও রেড ক্রিসেন্ট ট্রেজারার নির্বাচিত হলেন বিশিষ্ট শিল্পপতি আবদুস সালাম

স্বাধীনতা পদক পেলেন বিশিষ্ট শিল্পপতি আবদুস সালাম

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ টহলদল জ্বালানি কাঠসহ পিকআপ আটক

সাতকানিয়ায় পশ্চিম ঢেমশা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা

কুমিল্লায় ট্রেন লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি, স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল