সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার কার্যালয়ে সেবাপ্রত্যাশী ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে গোলাপ বাগান ‘সেবাকানন’। ভূমি অফিস আগত সেবাপ্রত্যাশী অতিথিদের সেবা গ্রহণের সময়কে আনন্দঘন করতে গড়ে তুলেছে বিশেষায়িত এই গোলাপ বাগান।
উপজেলা প্রশাসনের ৫০’হাজার টাকা ব্যায়ে ৫’শ গোলাপ দিয়ে সাঁজানো হয়েছে বাগানটি।
সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন,
উপজেলা ভূমি অফিসে সেবার জন্য প্রতিদিন মানুষ আসছে। সবাইকে ক্রমান্বয়ে সেবা দিতে গিয়ে অনেক সেবাপ্রার্থীকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হচ্ছে এবং এই অপেক্ষার সময়টিকে আনন্দমূখর হিসাবে গড়ে তুলতে আমাদের এই প্রদক্ষেপ। আমাদের সকল কর্মকর্তা-কর্মচারীদের পরিশ্রমে মাধ্যমে গোলাপ বাগান সেবাকানন তৈরি করি যা এখন দৃষ্টিনন্দন।প্রতিদিন মানুষ আসছে এবং বাগানের সৌন্দর্য উপভোগ করছে। সত্যিকার অর্থে আমরা একটি জনবান্ধব ভূমি অফিস গড়তে কাজ করে যাচ্ছি।
এসিল্যান্ড বলেন,উপজেলার সকল সেবাপ্রত্যাশীদের আমরা আমন্ত্রণ জানাতে চাই, জড়তা কাটিয়ে উৎফুল্ল চিত্তে আমাদের অফিসে নিজের সেবা, নিজে নিতে আসুন। হয়রানিমুক্ত সেবা নিন আর উপভোগ করুন গোলাপের অপরূপ সৌন্দর্য।