সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া উপজেলায় স্থানীয়দের উদ্যোগে চলাচল রাস্তা সংস্কার করার সময় প্রতিবেশী গুলিতে ৪’জন গুলিবিদ্ধ হয়েছে।
শনিবার (৪ই মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার পুরানগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এঘটনা ঘটে।
ঘটনায় গুলিবিদ্ধরা হলেন, ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত সাহেব মিঞার ছেলে মোহাম্মদ আবচার(৫২), কবির আহমদের ছেলে আবু হানিফ(৩৮), মৃত আনু মিঞার ছেলে জিন্নাত আলী(৩৯), আহমদ কবিরের ছেলে মো. খোকন(৩৫)।
আহত গুলিবিদ্ধ মোহাম্মদ আবচার বলেন, আমরা এলাকার সবাই যৌথভাবে আমাদের চলাচলের রাস্তাটি মেরামত করছি এসময় আমাদের প্রতিবেশী নুরুল ইসলামের ছেলে জাহেদ আমাদের উপর ছঁড়া গুলি ছুঁটে পালিয়ে যায়।এসময় আমরা ৪’জন গুলিবিদ্ধ হয়।তারা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী।এঘটনায় থানা পুলিশ এখনো জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারে নাই।
অভিযোগের বিষয়ে জানতে জাহেদের সাথে একাধিক বার যোগাযোগ করেও সম্ভব হয়নি এবং এলাকায় সে পলাতক রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুরানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম শিকদার বলেন, রাস্তার মেরামত কাজ করার সময় জাহেদ ও তার পরিবার মিলে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে।আমি বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা: মো. তানভীর হাসান পূর্বকোণ’কে বলেন, গুলিবিদ্ধ ৪’জনকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল(চমেকে) পাঠানো হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরফাত বলেন, পুরানগড় ৪’জন গুলিবিদ্ধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।বিষয়টি তদন্ত চলছে এবং অপরাধীদের গ্রেপ্তারে আমাদের চেষ্টা অব্যাহত আছে।