আটককৃতদের মধ্যে টেরিবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে পরাজিত জামায়াতে ইসলামীর অর্থ জোগানদাতা মনছুর এবং জামায়াত নেতা ও ডেভেলপার জাহাঙ্গীর রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৬ মে-২২ নাশকতার চেষ্টার গোপন বৈঠক করা কালে টেরিবাজার এলাকার আল বায়াং রেস্টুরেন্ট থেকে কোতোয়ালী পুলিশ জামায়াত শিবিরের ৫০ নেতাকরীকে গ্রেপ্তার করেছিল। তারা পিকনিকের নামে সংগঠিত হয়েছিল। সেখান থেকে মনছুরকে আটক করেছিল কোতোয়ালী থানা পুলিশ। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে তিনি আবার জামায়াত শিবিরকে সংগঠিত করতে গোপন তৎপরতা শুরু করে।
এ ব্যাপারে কোতোয়ালী থানায় রাত সাড়ে ১১টার দিকে যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ(ওসি) ঘটনার সত্যতা স্বীকার করেন। আটকদের যাচাইবাছাই করা হচ্ছে বলে তিনি জানান।