মোঃআমিন উল্লাহ টিপু,চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আগামী ৪ ডিসেম্বর নগরীর পলোগ্রাউন্ড মাঠে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মরণকালের বৃহত্তর জনসভা সর্বাত্মক সফল করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ও চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের তত্ত্বাবধানে ১০হাজার নেতা কর্মীরা জনসভায় মিছিল সহকারে যোগদান করার কথা রয়েছে।
আগামী ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বাদামতল মাসুমা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে উপজেলার প্রতিটি ইউনিটে নেতাকর্মীদের প্রচার প্রচারণা ও প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা ফারুকী এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সদস্য মাহাবুবুর রহমান শিবলী, সহ-সভাপতি আবুল বশর ভূঁইয়া, বলরাম চক্রবর্তী, আবদুল মালেক রানা, এম. কায়ছার উদ্দিন চৌধুরী, আহসান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস ইসলাম খাঁন, প্রচার সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবু ছালেহ্, দপ্তর সম্পাদক সমীরণ দাশ তপন, বরকল ইউপি চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, জোয়ারা ইউপি চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান আবদুল আলিম, বৈলতলী ইউপি চেয়ারম্যান এসএম সায়েম, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান আহমদুর রহমান, দোহাজারী ইউপি সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ্ আল নোমান বেগ, আওয়ামী লীগ নেতা বশির উদ্দিন মুরাদ, মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম, কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাহাবুবুর রহমান বাবুল, পৌরসভা শ্রমিক লীগের সভাপতি জসীম উদ্দিন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক কাউন্সিলর লোকমান হাকিম, তাঁতীলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মামুন প্রমুখ সহ জনপ্রতিনিধি, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আ.লীগ, শ্রমিকলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।