মোঃআমিন উল্লাহ টিপুঃ ‘‘বঙ্গবন্ধুর দর্শন,সমবায় উন্নয়ন” এ প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামের চন্দনাইশে শনিবার সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। চন্দনাইশ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে সকালে বর্ণাঢ্য সমবায় র্যালী, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় হলরুমে আলোচনা সভা পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাছরীন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী, বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী। উপজেলা সমবায় অফিসার এর সঞ্চালনায় সাতবাড়িয়া আশরাফ মহুরিহাট খাজা আজমীর সি.এন.জি অটো রিক্সা মালিক ও চালক সমবায় সমিতির লিমিটেডের সভাপতি মোঃ আকতার হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সমবায় সমিতির সদস্যগণ ও শ্রেণিপেশার ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।