
আব্দুল ওয়াহাব, লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিবিবিলা দক্ষিণ পাড়া এলাকায় রাতের আঁধারে মাটির টপ সয়েল কাটার দায়ে মোহাম্মাদ হারুণ নামে এক জনকে ৬০হাজার টাকা জরিমানা একটি ট্রাক জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার(২৯ অক্টোবর) রাত ৮টার দিকে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান,উপজেলার চরম্বা বিবিবিলা দক্ষিণ পাড়া এলাকায় রাতের আঁধারে মাটির টপসয়েল কাটছিল মাটি খেকোরা। গোপন সংবাদের ভিত্তিতে মাটির টপ সয়েল কাটার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে মাটি খেকো মোঃ হারুন(৩৫) কে ৬০হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং একটি ট্রাক জব্দ করা হয়। এ ধরণের অপরাধ আর করবে না বলে অঙ্গীকার নামা প্রদান করে।
অভিযানকালে লোহাগাড়া থানার এএসআই আব্দুর রহমানসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।