মঙ্গলবার ৮ জুন কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৪৬৫ জনের নমুনা টেস্ট করে ৩০ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৪৩৫ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া সংবাদ সবসময় -কে এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার শনাক্ত হওয়া ৩০ জনের মধ্যে আগে আক্রান্ত হওয়া ২ জন পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। বাকী ২৮ জন নতুন শনাক্ত হওয়া রোগীর মধ্যে ৫ জন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রোগী। অবশিষ্ট নতুন শনাক্ত হওয়া ২৩ জন সকলেই কক্সবাজারের রোগী। তারমধ্যে, ১৪ জন রোহিঙ্গা শরনার্থী। এছাড়া কক্সবাজার সদর উপজেলায় ৫ জন, উখিয়া উপজেলায় ২ জন, টেকনাফ উপজেলায় ১ জন এবং পেকুয়া উপজেলার ১ জন রোগী রয়েছে।
এনিয়ে, ৮ জুন পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো-মোট ১০ হাজার ৭৮৬ জন। এরমধ্যে, গত ৭ জুন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করছে ১১৬ জন। তারমধ্যে, ১৮ জন রোহিঙ্গা শরনার্থী। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১’০৮%।
এদিকে, গত ৭ জুন পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৯ হাজার ৪৩৮ জন রোগী সুস্থ হয়েছেন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৭’৬৮%।