বৃহস্পতিবার ২৭ মে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৭৩৭ জনের নমুনা টেস্ট করে ১০৭ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৬৩০ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া সংবাদ সবসময় কে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার শনাক্ত হওয়া ১০৭ জন করোনা রোগীর মধ্যে ৬ জন আগে আক্রান্ত হওয়া পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। বাকী নতুন শনাক্ত হওয়া রোগীর মধ্যে ১ জন বান্দরবান জেলার রোগী। অবশিষ্ট ১০০ জন রোগীর সকলেই কক্সবাজারের রোগী। তারমধ্যে, ২১ জন রোহিঙ্গা শরনার্থী। এছাড়া কক্সবাজার সদর উপজেলায় ২৫ জন, রামু উপজেলায় ৫ জন, উখিয়া উপজেলায় ১১ জন, টেকনাফ উপজেলার ১৩ জন, চকরিয়া উপজেলার ১ জন এবং মহেশখালী উপজেলার ২৪ জন রোগী রয়েছে।