🗓️ বুধবার ● ২৩ ডিসেম্বর ২০২০, ১২:০৬ পূর্বাহ্ণ ● ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
কক্সবাজার ডিএনসি’র জালে ১২ হাজার ইয়াবাসহ ৪ কারবারি
কক্সবাজার শহরে কলাতলীস্থ হোটেল সী-পয়েন্টে অভিযান চালিয়ে ৩য় তলার ২০৮ নং কক্ষ হতে মোঃ জাবেদুল ইসলাম (৩১), পিতা- মোঃ ফরিদ আহম্মদ, সাং- বড়লিয়া, মুন্সীর বাড়ি, ০৮ নং ওয়ার্ড, বড়লিয়া ইউনিয়ন, থানা- পটিয়া, জেলা - চট্টগ্রাম ও মোঃ ইসহাক (৩৩), পিতা- মৃত মোহাম্মদ ইসমাইল, সাং- বড়লিয়া, হায়দার আলী তালুকদারের বাড়ী, ০৮ নং ওয়ার্ড, বড়লিয়া ইউনিয়ন, থানা - পটিয়া, জেলা - চট্টগ্রাম। দুজনকে সোমবার(২১ ডিসেম্বর) আনুমানিক সাড়ে চার ঘটিকায় ৪০০০ ( চার হাজার) পিস ইয়াবাসহ আটক করে।
এছাড়া সন্ধ্যা সাড়ে ছয় ঘটিকার দিকে অপর এক অভিযানে কলাতলী লেগুনা বীচ রোডস্থ গ্রীন হাউজ ( আবাসিক) এর সামনে হতে মোঃ রায়হান উদ্দিন (২৮), পিতা- রমজান আলী, সাং- মধ্যম পোকখালী, উত্তর পাড়া, ০৩ নং ওয়ার্ড, পোকখালী ইউনিয়ন, কক্সবাজার সদর ও মোঃ সাগর (২২), পিতা- মৃত সৈয়দ আলম, সাং- মধ্যম পোকখালী, উত্তর পাড়া, ০৩ নং ওয়ার্ড, পোকখালী ইউনিয়ন, কক্সবাজার সদরের আরও দুজনকে ৮০০০( আট হাজার) পিস ইয়াবাসহ আটক করেছে ডিএনসি কক্সবাজার জেলা।
উক্ত ঘটনায় আটককৃত ব্যক্তিদের আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার সদর মডেল থানায় পৃথক ২টি মামলা দায়ের করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কক্সবাজার এর সহকারী পরিচালক জনাব সোমেন মন্ডল, দৈনিক সৈকতকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পরিদর্শক জনাব জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি টীম পৃথক অভিযান চালিয়ে (১২০০০) বারো হাজার পিস ইয়াবাসহ চারজন ইয়াবা কারবারিকে আটক করতে সক্ষম হন। এইধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
হাসান চৌধুরী গ্রুপ অব কোম্পানিজ লিঃ এর একটি প্রতিষ্ঠান