নুরুল আলম নয়ন:
পর পারের যাত্রা পথে
প্রথম বাড়ি কবর
সবার একদিন যেতে হবে
আছে কি তার খবর?
মসজিদের ঐ দক্ষিণ পাশে
মোদের কবর বাড়ি
অন্য পাশে রাখা আছে
সেথায় যাওয়ার গাড়ি |
পুকুর পাড়ে নামাজ শেষে
বসে আছে যারা
ভেবে দেখো, দু’হাত দূরে, কবর পাড়ে
শুয়ে আছে কারা
কয় দিন আগে দাদা গিয়েছে
দাদি গিয়েছে আজি
তবুও কেন যমদূতের সাথে
ধরে আছো বাজি ।।
সন্ধাবেলা নামাজ শেষে
কবর পাড়ে দাঁড়িয়ে
দেখেছি গুণে মামা, চাচা কত
গেছে মোদের হারিয়ে
ওগো দয়াময়, ওগো রহমান
তুমি’তো মোদের মালিক
বিশ্ব জগৎ চালাও তুমি
তুমিই সবার খালিক |
পূর্ণ ঈমান নিয়ে হে মহান
দিও’গো আমার মরণ
কবর যেন, হেসে হেসে এই
আমায় করে নেই বরণ ||
লেখক: প্রভাষক, হাশেমিয়া কামিল মাস্টার্স মাদ্রাসা, কক্সবাজার।