শনিবার (১২ সেপ্টেম্বর) আনুমানিক রাত ৭.৩০মি. এরদিকে কক্সবাজার সদর মডেল থানাধীন খুরুলিয়া হতে মোঃ আব্দুল্লাহ (২৩), পিতা- মোঃ মফিজুর রহমান, সাং- খুরুলিয়া ঘোনারপাড়া, ৮ নং ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন, কক্সবাজার সদরকে ইয়াবা বিক্রিকালে ৫০ পিস ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়।
উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জনাব শেখ আবুল কাসেম বাদী হয়ে কক্সবাজার মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের পূর্বক থানায় সোপর্দ করা হয়।
মাদক চোরাকারবারিদের ধরতে এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে, বলে জানিয়েছেন সাব-ইন্সপেক্টর তারিফুল ইসলাম বিজয়।