নুরুল আলম নয়ন
♦<><><><><><>♦
আমার বাড়ি কক্সবাজার
লজ্জা লাগে বলতে
মাজার হাড্ডি ভেঙ্গে যায়
রাস্তা ঘাটে চলতে।
দশ মিনিটের রাস্তা যেতে
ঘন্টা দের এক লাগে
মোটামোটি ভালো ছিলো
গত বর্ষার আগে।
শুধু উন্নয়নের বুলি শুনি
হয় না কোন কাজ
যাত্রীদের কথা শুনলে
লাগে বিষণ লাজ্।
ভাঙ্গা ইটের গুড়া দিয়ে
মুচন করে দায়
লাইসেন্স থেকে করে শুধু
কোটির অধিক আয়।
এত টাকা যায় কোথায়
হয়না কেন কাজ
কক্সবাসির মনে শুধু
একটি প্রশ্ন আজ।
লেখক: প্রভাষক,
হাশেমিয়া কামিল মাষ্টার্স মাদ্রারাসা,কক্সবাজার।