রবিবার বিকেলে উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমনি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, ও পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন।
এ বিষয়ে অভিযান পরিচালনাকারী চট্টগ্রাম পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, ইটভাটাগুলোর জেলা প্রশাসনের লাইসেন্স ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নেই।