আমাদের দেশের অধিকাংশ পথ শিশু এবং তাদের পরিবারের খাবারের যোগান হয় এই ময়লার স্তুপে কাজ করে। সেই ভোর হতে না হতেই তারা বেড়িয়ে পরে, ময়লার স্তুপ থেকে প্লাস্টিক লোহা এসব কুড়িয়ে ব্যাগ বোঝাই করে বিক্রি করতে নিয়ে যায়।আর সেই উপার্জিত অর্থ দিয়েই তাদের কোনোরকম খেয়ে না খেয়ে সংসার চলে, তারা চাইলেও তাদের শিশুদের পুষ্টিকর খাবার মুখে তুলে দিতে পারে না, শিশুদের পেট পুড়ে খাওয়াতে পারেন না, অনেক মা আছে যারা তাদের ছোট্ট শিশুকে বসিয়ে রাখে এই ময়লার মধ্যে,সারাদিন এই শিশু গুলো খেলে, শুয়ে কাটায় ময়লার মধ্যে,তাদের বেড়ে ওঠা হয় এই ময়লার স্তুপেই। এই শিশু গুলোরও অধিকার আছে সুস্থ সুন্দর স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠার,অথচ তাদের জীবন বেড়ে ওঠে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে।
লেখক: অনিক ভূইঁয়া