জোবায়ের ইরফান: গাজীপুরে বনভূমি জবরদখল চেষ্টা প্রতিহত করতে গিয়ে বনকর্মীদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। বন বিভাগে জনবল স্বল্পতার অন্যতম কারণ বলে মনে করছেন পরিবেশ সচেতন ব্যক্তিরা। গত কয়েকটি হামলার ঘটনায় রেঞ্জ অফিসার, ফরেস্টার ও কর্মচারীসহ অন্তত ১০ আহত হয়েছেন। হামলার ঘটনাগুলোতে থানায় মামলা কখনো আবার সাধারণ ডায়রি করা হচ্ছে বন বিভাগের পক্ষ থেকে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২৩ মে ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিটের শিশিরচালা এলাকায় নিয়মিত টহলে যান সংশ্লিষ্ট বিট কর্মকর্তা মো. আবুল কালাম সামসুদ্দিন। এ সময় তার সঙ্গে ছিলেন ভবানীপুর বিটের স্টাফরা। টহলের সময় গেজেটভুক্ত বনভূমির ২২২ নম্বর সিএস দাগে জবরদখল চেষ্টার প্রতিবাদ করে বনে নির্মাণ কাজে বাধা দেয় বনকর্মীরা। এতে ক্ষিপ্ত হয়ে বিট অফিসারসহ বন কর্মচারীদের ওপর হামলা চালায় জবরদখল চেষ্টাকারীরা।
জয়দেবপুর থানায় এজাহার সূত্রে জানা গেছে, আব্দুল করিম, আতিকুল ইসলাম ও সুমি করিম নামে তিনজন বনভূমি জবরদখল চেষ্টাকারী লাঠি ও লোহার রড দিয়ে বন বিভাগের টহলদলের ওপর হামলা চালায়। এতে বিট কর্মকর্তা সামসুদ্দিন, কর্মচারী রেজাউল, ফয়সাল, কাশেম ও খোরশেদ আহত হন। পরে আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।