
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জাফর আহমেদ প্রঃ সিটি জাফরের কবর জেয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মঈনুদ্দীন হাসান চৌধুরী।
এসময় তিনি বলেন,জাফর ভাই রাজনীতির জন্য নানা ত্যাগ দিয়েছেন।তিনি রাজনৈতিক জীবনে শুধু আ’লীগ সু-সংগঠিত করার কথা ভেবেছেন। জাফর ভাই ১৯৮০ সালে চট্টগ্রাম কলেজের ভিপি, ১৯৮৫-৮৯ সাল পর্যন্ত নগর ছাত্রলীগের সভাপতি ছিলেন। আল্লাহ্ ওনাকে জান্নাত দান করুক।পরে মোনাজাতের মাধ্যমে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
রবিবার(২৩ই এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় জাফর আহমদের পারিবারিক কবরস্থানে এওচিয়া ইউনিয়নে এই শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, আ’লীগ নেতা গোলাম মোস্তফা, ইউপি সদস্য ইলিয়াস,ছাত্রনেতা মোশরাফ,জাবেদ,ফারহান প্রমূখ।
উল্ল্যেখ্য, গত ২০ এপ্রিল ভোরে চট্টগ্রামের বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।