পূর্ব সুন্দরবনে বিভিন্ন খালে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় জাল ও নৌকাসহ বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করা হয়।
শনিবার (০৮ এপ্রিল) ভোরে বনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসংলগ্ন এলাকায় একটি খাল থেকে তাদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন মো. অসীম শেখ (৩৫), মো. জাকির হোসেন (৩৪) ও সাগর নাথ (২৩)। তাদের সবার বাড়ি মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনরক্ষক (এসিএফ) মাহবুব হাসান বলেন, দীর্ঘদিন থেকেই এখানকার কিছু অসাধু জেলে বেশ বেপরোয়া হয়ে উঠেছে। তারা অবৈধভাবে বনের অভ্যন্তরে ঢুকে বিষ দিয়ে মাছ শিকার এবং হরিণ শিকারের অপচেষ্টা করছে। গোপন খবর পেয়ে শনিবার ভোরে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করা হয়। তাদের কাছে সুন্দরবনে মাছ ধরার কোনো পাস (অনুমোদন) ছিল না। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের শেষে তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে বলেও জানান তিনি।
এদিকে চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবার হোসেন জানান, আমার চিলা ইউনিয়নে অধিকাংশ মানুষই জেলে। রমজান মাস চলছে, জেলেদের পেটে ভাত নেই, তার মামলার কারণে বহু জেলে পলাতক রয়েছেন। সেসব বুঝে রেঞ্জ কর্মকর্তাকে কাজ করার আহ্বান জানান এই জনপ্রতিনিধি।