logo
ঢাকাশুক্রবার , ২৩ মে ২০২৫
  1. সর্বশেষ

মন্ত্রী আসবেন তাই সরকারি গাছ কেটে বানানো হচ্ছে হেলিপ্যাড

প্রতিবেদক
সংবাদ সবসময়
২২ ফেব্রুয়ারি ২০২৩, ৩:২৫ পূর্বাহ্ণ

Link Copied!

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার মেষ্টায় হাসিল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রকৌশলী নুরুল ইসলামের বিরুদ্ধে রাস্তার পাশে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। শিক্ষামন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী স্কুল পরিদর্শনে আসার খবরে তাদের জন্য হেলিপ্যাড নির্মাণ করতে রাস্তার পাশের এসব গাছ কাটা হয়েছে বলে অভিযোগ।

অভিযোগ রয়েছে এর আগেও একই জায়গা থেকে তিনি প্রায় দুই শতাধিক গাছ কেটে নেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এলাকাবাসী জানান, কামালখান বাজার থেকে হাসিল বটতলা পর্যন্ত রাস্তার দুইপাশে রয়েছে নানা ধরনের গাছ। হাসিল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রকৌশলী নুরুল ইসলামের নির্দেশে তার স্কুলের পাশের রাস্তার এসব গাছ কাটা হচ্ছে।

স্থানীয় নজরুল ইসলাম বলেন, ‘যেখান থেকে গাছ কাটা হয়েছে তার পাশের জমির মালিকানা দাবি করেন প্রকৌশলী নুরুল। তিনি জমির মালিক না হয়েও কয়েক বছর আগে এই জমি থেকে প্রায় দুই শতাধিক গাছ কেটে নেন। ফের গাছ কাটা শুরু করেছেন মন্ত্রীর স্কুল পরিদর্শনের অজুহাত দেখিয়ে।’

ওই গ্রামের জামাল উদ্দিন বলেন, ‘রাস্তার পাশে গাছগুলো আমরা লাগিয়েছিলাম। এখন সেই গাছ রাস্তার পাশে পড়েছে এবং তা সরকারি গাছ হয়েছে। সরকার তার প্রয়োজনে এই গাছ যদি কেটে নেয় তাহলে আমাদের কোনও দাবি নেই। কিন্তু স্থানীয় কেউ এটি কাটার চেষ্টা করলে আমরা এলাকাবাসী এ কাজে বাধা দেবোই।’

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার আরেক ব্যক্তি জানান, আগামী ২৬ ফেব্রুয়ারি হাসিল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষামন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী আসার কথা রয়েছে। তাদের জন্য হেলিপ্যাড নির্মাণের কথা বলে প্রকৌশলী নুরুল এসব গাছ কাটা শুরু করেছিলেন। পরে এলাকাবাসী বাধা দেন।

অভিযোগের বিষয়ে প্রকৌশলী নুরুল বলেন, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি স্কুলে শিক্ষামন্ত্রী ও ধর্মপ্রতিমন্ত্রীর আসার কথা রয়েছে। তাদের বহনকারী হেলিকপ্টার ল্যান্ড করার জন্য একটা ফাঁকা জায়গা দরকার। তাই স্কুলের পাশে ফাঁকা জায়গায় হেলিপ্যাড তৈরির জন্য আমি স্থানীয় চেয়ারম্যানকে জানাই। এখন কে গাছ কেটেছে এ ব্যাপারে চেয়ারম্যানই ভালো বলতে পারবেন, আমি জানি না।’

মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবু বলেন, ‘হেলিকপ্টারযোগে মন্ত্রী আসবেন তাই হেলিপ্যাড নির্মাণের জন্য গাছ কাটার অনুমতি দিয়েছি। মন্ত্রী আসবেন, গাছ কেটে হেলিপ্যাড নির্মাণে কোনও অসুবিধা দেখছি না।’

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, ‘গাছ কাটা নিয়ে সমস্যার কথা শুনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন

ঢাকায় ধরা সোনাপাচার-হুন্ডির ‘বস’ চট্টগ্রামের আবু, একদশকে হাজার কোটির মালিক

এবি পার্টিতে যোগদান করলেন বৈষম্য বিরোধী আন্দোলনের দেড়’শ ছাত্রনেতা

সাতকানিয়া কেঁওচিয়ায় ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট ও সুনামগঞ্জের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোঘণা

সাতকানিয়ায় এওচিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা

বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের নব কমিটির সভাপতি রিফন সাধারণ সম্পাদক অমি

আবারও রেড ক্রিসেন্ট ট্রেজারার নির্বাচিত হলেন বিশিষ্ট শিল্পপতি আবদুস সালাম

স্বাধীনতা পদক পেলেন বিশিষ্ট শিল্পপতি আবদুস সালাম

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ টহলদল জ্বালানি কাঠসহ পিকআপ আটক

সাতকানিয়ায় পশ্চিম ঢেমশা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা

কুমিল্লায় ট্রেন লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি, স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল