নারায়ণগঞ্জ: ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভিকে অবরুদ্ধ করার চেষ্টা করেছেন পরিচ্ছন্নতাকর্মীরা। তারা সিটি করপোরেশনের মূল ফটকের ভেতরে ও নাসিকের গাড়িগুলোয় ময়লা ছুঁড়ে প্রতিবাদও করেছেন।
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে নাসিকে প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরিচ্ছন্নতাকর্মীদের এমন আচরণে ক্ষুব্ধ হয়েছেন মেয়র আইভি।